ওসমানী হাসপাতালে ১০ শয্যার শিশু হৃদরোগ ইউনিট চালু

প্রথমবারের মতো সিলেট বিভাগে চালু হলো শিশুদের হৃদরোগের চিকিৎসা। শনিবার আনুষ্ঠানিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়েছে শিশু হৃদরোগের ১০ বেডের পৃথক ইউনিট। সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল ডাঃ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মুখলেসুর রহমান শনিবার এই ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, প্রাপ্তবয়স্কদের তুলনায় পেডিয়াট্রিক (শিশু) হৃদরোগীদের রোগের ধরণ এবং ব্যবস্থাপনার পরিকল্পনা ভিন্ন। সিলেট বিভাগে শিশু হৃদরোগীদের জন্য কোনো বেড বা ইউনিট নেই। নির্ণয় ও ব্যবস্থাপনার জন্য জনগণকে ঢাকায় যেতে হতো। দরিদ্র রোগীর পক্ষে ছিল এটি খুবই কঠিন। এই প্রথমবারের মতো সিলেট বিভাগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিলেট এমএজির ডায়নামিক পরিচালকের সহায়তায় ১০ শয্যার পেডিয়াট্রিক কার্ডিওলজি ইউনিট চালু হয়েছে। এখন থেকে শুধু জরুরী ব্যবস্থাপনায় নয়। কঠিন পেডিয়াট্রিক হৃদরোগ নির্ণয়, সার্জারি সহ সবধরনের চিকিৎসা সেবা দেয়া হবে। এছাড়া এই ইউনিট শিশু হৃদরোগীদের নিয়মিত ফলোআপ ও চেকআপ সেবা নিশ্চিত করবে।