ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছাড়লেন শিশির চক্রবর্তী

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে দায়িত্ব ছাড়লেন ডা. শিশির রঞ্জন চক্রবর্তী। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নতুন পদায়নকৃত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর কাছ দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে ওএসডি করা হয়।

একই আদেশে কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

গত বছরের ১২ ফেব্রুয়ারি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে অধ্যাপক ডা. মইনুল হকের স্থালাভিষিক্ত করা হয়।