বিমানবন্দরের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে প্রতি দুই বছরে অন্তত একবার ‘ফুল স্কেল এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়।
এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো ‘ফুল স্কেল এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সারসাইজ’ মহড়া।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদের পরিচালনায় মহড়া পরিদর্শন করেন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট মেট্রাপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও সিভিল এভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।