ওসমানীনগরে ১৬ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ৪

সিলেটের ওসমানীনগরে ২শত ৮০বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামনে থেকে অবৈধ ভারতীয় চিনিসহ  তাদের আটক করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মোতালেব মন্ডল (৩০), বিপ্লব হাসান (২০), আমিনুল ইসলাম (২৮) ও স্বরজিতমোহন চন্দ্র ওরফে রিপনকে (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে রওয়ানা করে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই করা একটি ট্রাক। পরে খবর পেয়ে সোমবার রাতে ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসায় একদল পুলিশ। ট্রাকাটি ওই স্থানে পৌঁছলে সেখানে তল্লাশী করে ২ শত ৮০বস্তা ভারতীয় চিনি উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় চিনির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় আজ মঙ্গলবার ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, ‘চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।’