সিলেটের ওসমানীনগরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রাজীব দাস পুরকায়স্থ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত,
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত।
আলোচনা সভা শেষে এসওএস শিশুপল্লীর শিশুদের নিয়ে জাতির পিতার জন্মদিনের কেক কাটা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, ওসমানীনগর থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।