ওসমানীনগরে কাজে ফিরছে পুলিশ, ফুল দিয়ে বরণ করলো শিক্ষার্থীরা

সিলেটের ওসমানীনগরে কর্মস্থলে ফিরেছেন থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরাও কাজে যোগদান করেছেন। এসময় জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীরা থানারা সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হকসহ কাজে যোগদান করা সকল পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘ন্যায়ের পক্ষে ছাত্রদের আন্দোলনে আমাদের অনেক পুলিশ মারা যায়। আপনাদের সবার সহযোগিতায় আমাদের থানায় বা পুলিশ সদস্যদের কিছু হয়নি। অন্যান্য এলাকায় আমাদের অনেক পুলিশ মারা যাওয়ায় পরিবেশ পরিস্থিতির কারণে আমরা কর্মবিরতিতে ছিলাম। অতি শিগগিরই আমরা আমাদের কার্যক্রম শুরু করবো। জনগনের সেবায় পুলিশ ছিল, আছে এবং থাকবে। পশাপাশি অতি উৎসাহী পুলিশ যারা সাধারণ ছাত্রদেরকে গুলি করে মেরেছে আমরা তার তীব্র নিন্দা জানাই।’

জাহেদ আল হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘পুলিশ জনগনের বন্ধু। আমরা চাই পুলিশ সর্বদা ন্যায়ের পক্ষে থাকুক। রাষ্ট্রের প্রয়োজনে আবারও ওনারা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন বলে আমরা আশা করি। তাই আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জুবেদ হোসেন জিয়া, সিগ্ধা দাশ সিদ্ধার্থ ও শুভ চক্রবর্তীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।