সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দুর্নীতিবাজদের কারণে গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে সৎ যোগ্য ন্যায়পরায়ণ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, ‘আজ কতিপয় জনপ্রতিনিধিরা গরীবের বন্ধু সেজে এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। আর এদিকে গরীব মানুষগুলো আরো গরীব হচ্ছে। সমস্যাটা হচ্ছে দুর্নীতি। প্রতিটা পদে পদে দুর্নীতি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াই।’
শনিবার (৬ মে) বিকালে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর আলতাবুন নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের সভাপতি এডভোকেট শাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আতিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ছুরাব আলী, সিলেট সরকারী আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ফজলুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু, স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তুতিউর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আজির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি ওসমানীনগরের সভাপতি আবুল কালাম আজাদ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষিক সুপ্তা রানী দেব, অবসরপ্রাপ্ত শিক্ষক আনছার আহমদ, গয়াছ মিয়া চৌধুরী, সাইফুদ্দিন সেলিম প্রমুখ। শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।