হাল ছেড়ে দিয়েছিল চেলসি। মাঠের খেলায় সেটি স্পষ্ট বোঝা গেছে। তাতে অনেকেই মজাও নিচ্ছিলেন।
স্টামফোর্ড ব্রিজে সেই দাবিটা এখন আরও জোরালো হওয়াই স্বাভাবিক।
এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে আর্সেনালের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে চেলসি। লন্ডন ডার্বিতে গত ৩৮ বছরের মধ্যে চেলসি কখনো এত বড় ব্যবধানে হারেনি। তবু লড়াই করে হারলেও চেলসি সমর্থকেরা মনকে বুঝ দিতে পারতেন।
শেষ দিকে চেলসির খেলা দেখে বোঝা গেছে, বল দখলে রেখে প্রতিপক্ষের জালে আক্রমণ নয়, তাঁরা শেষ বাঁশি বাজার অপেক্ষায়। সম্ভবত সে জন্যই এমিরেটসের গ্যালারিতে এক চেলসি সমর্থকের ব্যানার এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, আমি তোমাদের জার্সি চাই না। আমি চাই তোমরা আমাদের হয়ে লড়ো।
শুধু গতকালের ম্যাচ নয়, গোটা মৌসুমজুড়েই চেলসি এই লড়াইটা করতে পারেনি।
পয়েন্ট টেবিল তার প্রমাণ। ৩২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে চেলসি। অথচ ২০২২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ধনকুবের টড বোয়েলি চেলসি কিনে নেওয়ার পর দলের শক্তি বাড়াতে দলবদলের বাজারে ঢেলেছেন ১০০ কোটি পাউন্ডের বেশি।
এ অঙ্কের বিপরীতে কাল রাতের ফলটা যেন পর্বতের মূষিক প্রসব। যা দেখে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলেছেন, দেখে মনে হয়েছে বড়দের বিপক্ষে বাচ্চারা খেলেছে। একদম ধ্বংস হয়ে গেছে।