এ আর রাহমানের স্টুডিওতে, রেকর্ডিং শেষে যা বললেন আসিফ

কণ্ঠশিল্পী আসিফ আকবর নতুন গান রেকর্ডিং করতে ভারতের মুম্বাইয়ে যাবেন খবরটি সবার জানা ছিল। আজ সোমবার জানা গেল, তিনি ইতমধ্যে গানের রেকর্ডিং শুরু করেছেন। আসিফ মুম্বাইয়ে গিয়ে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এ আর রাহমানের স্টুডিওতে। সংগীতের এমন একজন কিংবদন্তির স্টুডিওতে গানে কণ্ঠ দিয়ে দারুণ অনুভূতি হয়েছে আসিফ আকবরের, যা তাঁর ফেসবুক পেজে প্রকাশও করেছেন।

এ আর রাহমানের মুম্বাইয়ের কে এম স্টুডিওতে গান রেকর্ডিং শেষে আসিফ ফেসবুকে লিখেছেন, মুম্বাই এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। গতকাল দুটো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় এ আর রাহমান স্যারের কে এম স্টুডিওতে। কমপক্ষে ১৫ হাজার স্কয়ার ফিটের সুবিশাল স্টুডিও।

ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, কী চমৎকার পরিবেশ! যাঁরা উনার কাছে মিউজিক ক্লাস করেন, তাঁদের জন্য ছাদে শেড দেওয়া সুন্দর খোলামেলা স্কুল। তাঁর ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি, এটা পরম সৌভাগ্য আমার জন্য। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেলাম।

মুম্বাইয়ে গান রেকর্ডিং করতে গিয়ে আসিফের নতুন উপলব্ধিও হয়েছে। তিনি তা ফেসবুকে লিখেছেনও। আসিফ লিখেছেন, এখানে শিল্পী–মিউজিশিয়ানদের পেশাগত নিরাপত্তার চমৎকার সুরক্ষাব্যূহ তৈরি করে রাখা হয়েছে। আমাদের দেশ এসবের ধারেকাছেও নেই।

আসিফ আকবর এর আগে দেশের শিল্পীদের পাশাপাশি ভারতীয় বেশ কয়েকজন শিল্পীর সঙ্গেও গান গেয়েছেন। তবে এবার তাঁর গাওয়ার কথা ভারতের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে।