সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪৫তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আশরাফুল আলম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিন্ডিকেট সদস্য শামীম আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শাবিপ্রবি’র গণিত বিভাগের প্রফেসর মোঃ রাশেদ তালুকদার, শাবিপ্রবি’র সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল গণি, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল ফতেহ, আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল হাসান খান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব নঈমা মাসউদ নীলা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এমএজি আসিফ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নসরত আফজা চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও একাডেমিক কাউন্সিলের সদস্য জনাব নূসরাত মাহমুদ চৌধুরী।
সভায় একাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।