এসএসসিতে মুহিবুর রহমান একাডেমির শতভাগ সাফল্য

২০২৩ সালে সিলেট নগরীর দরগাহ এলাকায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমি এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়েছে।

মুহিবুর রহমান একাডেমির থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫৮জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।

মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন জানান, এই বছর আমাদের প্রতিষ্ঠান হতে ৫টি এ প্লাস সহ শৎভাগ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। এতে স্কুলে এসএসসিতে মোট পাশের হার শতভাগ।

তিনি বলেন, ‘আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই পাশ করেছে। শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও একই ধরনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।’

মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে তাদের মিষ্টিমুখ করিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহম্মদ ইমদাদ, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কুমার তালুকদার, রাসেল আহমেদ ও পায়রা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী।