এসএমপি কমিশনার-কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম এর সাথে মহানগর কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মার্চ) এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. নাসিম আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ, প্রবাসি সংক্রান্ত কমিউনিটি পুলিশিং এর সম্পাদক মো. আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট মো. ইরফান জামান চৌধুরী, কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি আল আজাদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমেদ, কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি বিধান কৃষ্ণ দাস সরকার, সাধারণ সম্পাদক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, আব্দুল জলিল, কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ইকবাল সিদ্দিকী, সৈয়দ ফৌরসী জাকারিয়া, সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক তাহেরা জামান, আনোয়ার হোসাইন সেলিম, জামিল চৌধুরী, পুরাতন হকারর্স মার্কেটের সভাপতি শেখ মো. কবির আহমদ, মো. আমাদ উল্লাহ, সিলেট উইমেন্স চেম্বারর্স এর সভাপতি স্বর্ণলতা রায়, নাসিমা বেগম, কমিউনিটি পুলিশিং এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক মো. রিমাদ আহমদ রুবেল, কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, মো. আক্তার হোসেন পাপ্পু, কমিউনিটি পুলিশিং এর জালালাবাদ থানা সভাপতি মো. মকবুল হোসেন খান, ডা. নাজরা চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ানম্যান এজে রওশন জেবিন রুবা, কমিউনিটি পুলিশিং এর সাংস্কৃতিক সম্পাদক সুমন্ত গুপ্তসহ বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এসময় পুলিশ কমিশনার সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দের সাথে কুশলাদি বিনিময় ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কমিউনিটি পুলিশিং সদস্যরাও এসএমপি পুলিশের দায়িত্বভার গ্রহণের জন্য পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানান এবং একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শহরের আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন তারা। এছাড়া তারা প্রবাহমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সম্মানিত পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষন করেন।

সভায় যানবাহন চলাচল ও যথাযথভাবে ট্রাফিক আইন মেনে শহরে ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন করে নাগরিকদের সুন্দর জীবন উপভোগের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় পুলিশ কমিশনার সমাজে অপরাধ হ্রাসে কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।