এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

দীর্ঘ ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা কম্বোডিয়ার নেতা হুন সেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুন সেন জানান, ১০ আগস্ট তার ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

তিনি নিজেকে এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বলে দাবি করে থাকেন। প্রায় চার দশক পর অবশেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রিত্ব হুন সেন পরিবারের বাইরে কারও কাছে যাচ্ছে না। নিজে পদত্যাগ করে ছেলের হাতে ক্ষমতা তুলে দেবেন কম্বোডিয়ান এ নেতা।

বিশ্লেষকরা বলছেন, প্রায় চার দশকের শাসনের পর ৭০ বছর বয়সী হুন সেন ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের দল সিপিপি কার্যকর কোনো বিরোধী দলের মুখোমুখি না হওয়ায় ওয়াশিংটন উদ্বিগ্ন।

সিলেট ভয়েস/এএইচএম