এমি জান্নাতের কবিতা ‘অপেক্ষা’

অলংকরণ : সংগ্রহ

অপেক্ষা
এ মি. জা ন্না ত

আমি মেঘ এনেছি আধভেজা
শীতল হয়ে নামবে বলে
ভিজিয়ে দিয়ে তোমার শহর
কাটবে আধার মৃদু আলোর নীলে

আমি প্রহর গুনি দোখলা থাকার
চোখের পলক খুঁজে বেড়ায়
দূরে কোথাও হংসমিথুন
জোড়া শালিকের নীড়ের মায়ায়

আমি কান্না খুঁজি হাসবো বলে
রাতের পরে সূর্যোদয়ের মত
জোয়ার যেমন ভাটা নামায়
শেষ করে দেয় অদেখা সব ক্ষত

আমি ডুবে আছি প্রতীক্ষায়
আঙুল ছুঁয়ে যদি বলো
ঢের হয়েছে, ভোর নেমেছে
একটিবার তো সঙ্গে চলো…