সিলেটে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত

এমসি কলেজের স্থাপনাসহ সিলেটের প্রত্নস্থল সংরক্ষণের আহবান

ঐতিহ্যের ধারাবাহিকতায় সমৃদ্ধি-শান্তির পথে এগিয়ে যাবার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে সিলেটে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়েছে।

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট. সিলেট-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ‘ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সদস্যসচিব অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

মুক্ত আলোচনায় বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের স্থাপনা রক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করে সারাদেশের ন্যায় সিলেটের বিভিন্ন আনাচে-কানাচে অসংখ্য প্রত্নস্থল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

বক্তারা উল্লেখ করেন অনেক ক্ষেত্রে শুধুমাত্র অসচেতনতার কারণে আমাদের অনেক ঐতিহাসিক নিদর্শন আমরা ধ্বংস করে ফেলি।

মুক্ত আলোচনায় নানা পেশার ব্যক্তিরা সাম্প্রতিক সময়ে সিলেটের আবু সিনা ছাত্রাবাসের স্থাপনা, গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ ভেঙে ফেলার দুঃখজনক ঘটনা উল্লেখ এখন পর্যন্ত টিকে থাকা ঐতিহাসিক স্থাপনাসমুহ সংরক্ষণে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

একইসাথে সিলেটে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক অফিস স্থাপনের আহবান জানান।

আলোচনায় অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাপা সিলেট-এর সভাপতি জামিল আহমদ চৌধুরী, শাবিপ্রবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাবুর রহমান, শাবিপ্রবির অধ্যাপক ড. এম ফারুক উদ্দিন, মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, অ্যাডভোকেট আনসার খান, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরী, মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ এম. শহীদুল ইসলাম, বাসদ নেতা উজ্জ্বল রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সহসভাপতি সেলিম আউয়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, সেইভ দ্য হেরিটেজ-এর সভাপতি আবদুল হাই আল হাদী, অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের তানজিনা বেগম প্রমুখ।