এমসি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ছাত্রলীগের মধ্যস্থতায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হলেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ।

বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে অধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

এরআগে বিকেল সাড়ে চারটার দিকে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট, ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা ও ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে অধ্যক্ষকে তার অফিসে তালাবদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। রাত সাড়ে আটটা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে নানা রকম স্লোগান দিতে থাকেন তারা।

পরে রাত ৮টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজে প্রবেশ করেন। এসময় তারা শিক্ষার্থীদের কাছ থেকে সময় চান এবং সাধারণ শিক্ষার্থীদের কলেজ প্রশাসনের সাথে বৈঠকে রাজি করান। পরে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন রাহীসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষে আন্দোলন কর্মসূচি স্থগিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের আহবান জানান অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। এসময় এক সপআতহের মধ্যে শিক্ষক সংকটের সমাধান করা হবে বলে জানান অধ্যক্ষ।

এছাড়া ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের বিষয়টি লিখিতভাবে আবেদন করতে হবে। এসময় বঙ্গবন্ধু হলের পানি বিষয়টি আগামী রবিবারের ভেতর সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।