এমসি একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ

সিলেটের গোলাপগঞ্জে এমসি একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এমসি একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (১ মে) স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবী শামীম আহমদ রাসেল।

যুগ্ম আহবায়ক পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সঞ্চালনায় এসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকমাম আহমদ চৌধুরী। একাডেমির প্রাক্তন ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল হাসিব, প্রকৌশলী আব্দুল হান্নান, স্কাউট ব্যক্তিত্ব মুবিন আহমদ জায়গীরদার, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাহমুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক এএইচএম শফি, বিশিষ্ট ব্যবসায়ী রাদ আহমদ চৌধুরী, শাবি শিক্ষক প্রফেসর ড. শফিকুর রহমান চৌধুরী, প্রফেসর ড. খালিদুর রহমান, রাজনীতিবিদ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, জিল্লুর রহমান, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সহকারী অধ্যাপক খন্দকার ওয়াহিদুজ্জামান, সমাজ সেবী আলী আহমদ চৌধুরী, জামাল উদ্দিন চৌধুরী, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সুমেয়াত নূরী চৌধুরী জুয়েল, নাছিম আহমদ চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, ইউনুছ চৌধুরী, সমাজসেবী আব্দুল মালিক, এম সিরাজুল ইসলাম, মুশিকুর রহমান মহি, রুহেল আহমদ, আরিফ চৌধুরী কফি, একাডেমির সাবেক জিএস রফিক আহমদ সাহেদ, রুহেল আহমদ, কাওছার হোসেন, শিক্ষক ফয়ছল আহমদ চৌধুরী, জামাল হোসেন, মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন ব্যাচের প্রায় ২ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

আলোচনা শেষে মধ্যাহ্নভোজ, এসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।