এমপি মান্নানের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগের ওঠেছে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে ছেলে সাদাত মান্নান অভির পক্ষে নানা কৌশলে কাজ করার অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম।

বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি। অভিযোগের একটি কপি সিলেট ভয়েসের হাতে এসেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি। আগামী ৫ জুন এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লিখিত অভিযোগে আবুল কালাম উল্লেখ করেন, ‘সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান তাঁর ছেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে আসছেন। তিনি গত ১ সপ্তাহ ধরে তাঁর শান্তিগঞ্জের বাসভবনে অবস্থান করে সরকারী তালিকাভুক্ত সার ও বীজ ডিলারদের এবং শান্তিগঞ্জের ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে তাঁর বাসভবনে সভা করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়েছে। এছাড়া নির্বাচনে দায়িত্ব পালন করবেন শিক্ষা প্রতিষ্ঠানের এমন শিক্ষক ও সরকারী কর্মকর্তাদের তাঁর বাসভবনে ডেকে এনে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন যা সম্পূর্ণ বেআইনী এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

তিনি অভিযোগপত্রে আরোও উল্লেখ করেন, ‘এম এ মান্নান নিজে একজন আইন প্রনেতা হয়ে আইন ভঙ্গ করে ছেলের পক্ষে ভোট চাচ্ছেন। এমপি এম এ মান্নানের এমন আচরণে নির্বাচনের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা নিয়ে ভোটাররা সন্দিহান হয়ে পড়েছেন এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাচ্ছেন।’

অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম জানান, ‘এম এ মান্নান এমপি একজন আইন প্রনেতা হয়ে বেআইনী কাজ করেই চলেছেন। তিনি তাঁর ছেলের পক্ষে পক্ষে নানা কৌশলে ভোট চাইছেন। তিনি সরকারী শিক্ষক-কর্মকর্তাকে নিজের পক্ষে টেনে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এছাড়া ভোটারদের স্যানিটেশন, টিউবওয়েল দেবেন এমন মিথ্যা আশ্বাস দিয়ে তাঁর কর্মী দিয়ে ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড সংগ্রহ করছেন। এমপির এমন কাজ আইনের লঙ্ঘন।’

তবে ছেলের পক্ষে ভোট চাওয়া ও নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়টি অস্বীকার করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এই প্রথম শুনলাম। যেখানে অভিযোগ করা হয়েছে, সেখান থেকে আমার সঙ্গে যোগযোগ করলে আমি কথা বলবো।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে স্থানীয় এমপি। শান্তিগঞ্জে আমার বাড়ি। আমি আমার বাড়িতে অবস্থান করতেই পারি। আমি বাড়িতে থাকলে যে কেউ আমার সাথে দেখা করতে আসতে পারে। কেউ অভিযোগ দিলে সেটা তাঁর বিষয়।’

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মোহাম্মদ আল মোজাহিদ জানান, ‘শান্তিগঞ্জ উপজেলা থেকে একজন চেয়ারম্যান প্রার্থী সুনামগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান তাঁর ছেলের পক্ষে নির্বাচনী মাঠে ভোট প্রার্থনা করছেন এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, আগামী ৫ জুন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম (মোটরসাইকেল), সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ছেলে ও  শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি (আনারস) ও  উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দুলন (ঘোড়া)।