এফবিসিসিআই’র ২ দিনব্যাপী কর্মশালায় সিলেট চেম্বারের অংশগ্রহণ

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (০১ অক্টোবর), সকাল ১০টায় ঢাকাস্থ এফবিসিসিআই কার্যালয়ে কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

ইন্টারন্যাশনার লেবার অর্গানাইজেশন (আইএলও) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

অংশগ্রহণকারীগণ হলেন- সিলেট চেম্বারের এক্সিকিউটিভ অফিসার মো. শাহআলম রাফি, আলীম ইন্ডাস্ট্রিজ লি. এর উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসনাত মোফাজ্জল করিম, হোটেল নির্ভানা ইন এর সেফটি অফিসার এস. এম. শাব্বির আমীন তাহমিদ, বারাকা পাওয়াল লি. এর উপ-ব্যবস্থাপক এ. টি. এম. মুরাদ, খাদিম সিরামিক্স লি. এর সহকারী ব্যবস্থাপক মো. নুরুজ্জামান, ফুলকলি ফুড প্রোডাক্ট্স লি. এর ব্যবস্থাপক মো. সাঈদ খান।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের ১৬ টি চেম্বার ও এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।