একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার (ফটোস্টোরি)

কড়া নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর একে একে ৫২’র ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা জানান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও বাহান্নর ভাষা আন্দোলন একই সুত্রে গাঁথা। তারা, প্রাণের বিনিময়ে ছিনিয়ে আনা বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে অফিস আদালতে বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান জানান।