এইচএসসিও সমমানের পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনায় সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ২০ তারিখের পরিবর্তে আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
রোববার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করে বলেন, দেশের অন্যান্য বিভাগের মত সকল বাঁধা উপেক্ষা করে সিলেটের বিভাগীয় সমাবেশে সাড়ে চার লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন।
নেতৃবৃন্দ বলেন, ২০ নভেম্বর সমাবেশ হবার কথা থাকলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে ভেবে তারিখ পরিবর্তন করে ১৯ নভেম্বর এটি নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলেও জানান নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশ বাধাগ্রস্ত করতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি দেবেন বলে তারা আশা প্রকাশ করেন।