একটি সেতুতে স্বপ্নপূরণ হল কয়েক হাজার মানুষের

হবিগঞ্জের মাধবপুরে একটি সেতু নির্মাণে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল ৪টি গ্রামের কয়েক হাজার মানুষের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরগ নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি)।

সাবেক ছাত্রলীগ সভাপতি মো. ইকবাল হোসেন খান সঞ্চালনায় মো. মহরম আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, প্রচার সম্পাদক মো. এরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মো. ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান, ধলাই মিয়া, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান যুবলীগ নেতা আশিক মিয়া, মাসুক মিয়া, এরশাদ মিয়াসহ অনেকেই।

এই সেতু নির্মাণে উত্তর বরগ, দক্ষিণ বরগ, খড়কি, খাটুরাসহ আশে পাশের কয়েকটি গ্রামের লোকজনদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল।