সিলেটে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বার্তা একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন আমার বাবা দেখেছেন আমি সেটাই করতে চাই।
বুধবার (২০ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার উদ্দেশ্যে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে এসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ এ সরকার গঠন করেছিলাম, বাংলাদেশের জনগণ ২০১৪ তে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আঠারোতে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে এই যে সিলেটে আমি এসেছি এই সিলেটে কিন্তু এখন আর কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা ভূমিহীন-গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি।
তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক দিয়েছি তাদের চিকিৎসা করার জন্য, অর্থ্যাৎ মানুষের যে মৌলিক চাহিদা গুলো, সেগুলো আমরা পূরণ করে যাচ্ছি। এবং যেটুকু বাকি আছে, ইনশাআল্লাহ আগমীতে নির্বাচন ৭ই জানুয়ারি বাংলাদেশের মানুষ যদি নৌকা মার্কায় ভোট দেয় আবার যদি সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করবো। কোনো মানুষই ঠিকানাহীন থাকবেনা। ভূমিহীন-গৃহহীন থাকবেনা এটাই আমাদের নিয়ত আর কিচ্ছুনা। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশটাকে সূখী ও সমৃদ্ধ করা। যেহেতু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কিন্তু সেটাকে কার্যকর করতে হবে।
এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানেরবিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।