‘একজন সানিয়া মির্জা বের করতে চাই’

টেনিস ফেডারেশনে অচলাবস্থা অবশেষে দূর হয়েছে। নির্বাচনের মাধ্যমে এসেছে নতুন কমিটি৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন আবু সাইদ মোহাম্মদ হায়দার। দায়িত্ব পেয়েই ঝিমিয়ে পড়া টেনিসকে নতুন করে ঢেলে সাজাতে চাইছেন এই সংগঠক।

শুরুতে সারা দেশে প্রতিভা অন্বেষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্য। এরপর দীর্ঘমেয়াদে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে চাইছে ফেডারেশন। দায়িত্ব পেয়ে আবু সাইদ মোহাম্মদ হায়দার বাংলা ট্রিবিউনকে এসব দৃঢ় সংকল্পের কথাই শোনালেন, ‘শাহবাগে যে টেনিস কমপ্লেক্স আছে অধিকাংশ মানুষই জানে না। কেননা সেভাবে তো কার্যক্রম নেই। অথচ এখানে টেনিসের মাধ্যমে অনেক কিছু করার সুযোগ আছে। আমরা দেশবাসীকে এই ফেডারেশনকে নতুন করে চেনাতে চাই। পরিচিত করতে চাই টেনিসের কার্যক্রম সচল করার মাধ্যমে।’

মূলত তৃণমূলে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে নতুন খেলোয়াড় বের করে আনার লক্ষ্য ৫০ বছর বয়সী এই সংগঠকের, ‘আমরা সারাদেশে প্রতিভা অন্বেষণের মাধ্যমে নতুন খেলোয়াড় বের করে আনতে চাই। যেন ভবিষ্যতের খেলোয়াড় বের হয়ে আসে। তাদের ঠিকমতো পরিচর্যা করতে পারলে ভালো কিছু সম্ভব। আমি ১০ হাজার খেলোয়াড় থেকে একজন সানিয়া মির্জা বের করে আনতে চাই।’

পাশাপাশি ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতার দিকেও দৃষ্টি রয়েছে তার, ‘আমার ছেলে ও মেয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। আমি চাই টেনিসের দিকে সবার দৃষ্টি থাকুক।এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশিপ ছাড়া ঘরোয়া টুর্নামেন্টগুলোও আয়োজন করবো। টেনিস আন্তর্জাতিকভাবে অনেক সম্মানের খেলা। ডেভিস কাপসহ অন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট দল যেন অংশ নিতে পারে সেদিকেও দৃষ্টি দেওয়া হবে।’

সারা দেশে টেনিসের কোর্ট রয়েছে। সেখানে সারা বছর খেলার সুযোগ চাইছেন নব নির্বাচিত এই সাধারণ সম্পাদক, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি লিখছি। মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে যেন বিকাল থেকে জেলা পর্যায়ে সবাই খেলার সুযোগ পায়। এতে করে তরুণ প্রজন্ম মাঠের খেলার প্রতি আকৃষ্ট হবে।’