একইদিনে ইউপি ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে : জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, ‘একইদিনে ইউনিয়ন পরিষদ আর জাতীয় নির্বাচন হবে। তাহলে ভোটকেন্দ্রের বুথ দখলটা আর সহজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ডভিত্তিক পাহারা দেবেন। তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবেন না। এ বিষয়গুলো আমরা সুপারিশ করবো।’

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে। এটা যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দেই…মেম্বাররা-চেয়ারম্যানকে ঠিক করবে। কেউ আর দখল করে বসে থাকতে পারবে না। তখন মেম্বার যারা হবেন তারা ফোর্ট করে আরেকজনকে চেয়ারম্যান করতে পারবেন। এরকম সুযোগ সৃষ্টি করার চিন্তা রয়েছে।

এর আগে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান।