এই সরকারের অধীনে নির্বাচন তামাশা, প্রহসন ছাড়া আর কিছুই নয়; এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
শুক্রবার (১৯ মে) বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা বাস্তবায়ন দাবিতে এই জনসমাবেশের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
তবে বিএনপির পূর্ব নির্ধারিত নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। পরে বিএনপি নেতাকর্মীরা নগরীর কোর্টপয়েন্টে জমায়েত হয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ-মিছিল নগরীর জিন্দাবাজার হয়ে সিলেটের চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুরো নগরীর জুড়ে ছিল আইনশৃঙ্লা বাহিনির সতর্ক অবস্থান।
বিএনপির সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।