এই আন্দোলন আমাদের অস্তিত্বের লড়াই : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষকে নিয়ে চলমান এই আন্দোলন আমাদের অস্তিত্বের লড়াইয়ের আন্দোলন। এই লড়াইয়ে বিজয় অর্জন করতে হবে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

মওলানা ভাসানীর কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি শুধু ভারতবর্ষে নয়, তার পরিচয় ল্যাটিন আমেরিকা থেকে আফ্রিকা মহাদেশ পর্যন্ত। তিনি নিপীড়িত মানুষের জন্য আন্দোলন করে মজলুম জননেতা হয়েছেন। বঞ্চিত মানুষের দাবি আদায়ে রাজনীতি করেছেন।

বিএনপির মহাসচিব বলেন, ভাসানীকে নিয়ে অনেকেই পিএইচডি করেছেন। কিন্তু আমাদের দেশে ভাসানীর কোনো গবেষণা নেই। এখন আমাদের রাজনীতি বদলে গেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের উচিত ভাসানীকে অনুসরণ করে ত্যাগের রাজনীতি করা।

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, মওলানা ভাসানীর আদর্শ যদি আমরা ধারণ করি, তাহলে গণতন্ত্র ধরে রাখা সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, মুক্তিযুদ্ধের পর ভাসানীকে ভুলে গেছে আওয়ামী লীগ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।