সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে রোববার (২৫ ডিসেম্বর) উৎসবের আমেজে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। এবার তাহিরপুরে ১১টি গির্জায় যিশুর মহাকীর্তন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গত বছর করোনা মহামারির কারণে বিশেষ প্রার্থনা ও মৌলিক আচারাদি পালনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন হয়েছিল। এবার অবশ্য বড়দিন উপলক্ষে উপাসনালয়গুলোতে বর্ণিল আলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধতা ছড়িয়েছে সীমান্ত এলাকার চারপাশ।
বড়দিন উপলক্ষে উপজেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
জানা গেছে, শনিবার রাতে খ্রিস্টান ধর্মাবলাম্বীরা ঘরে ঘরে কেক কেটে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। পরে রবিবার সকালে যিশুর মহাকীর্তনের পর বিশেষ প্রার্থনা, দুপুরে প্রীতিভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
আদিবাসী নেতা এন্ড্রু সলমার জানান, তাহিরপুর সীমান্তে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চারটি সম্প্রদায়ের ৫০০ পরিবার বড়দিনের আচারাদি পালন করেছেন। করোনা মহামারির কারণে গত বছর ঘটা করে বড়দিনের অনুষ্ঠান পালিত হয়নি। তবে বিধিনিষেধ না থাকায় এবার গির্জাগুলো ছিল উৎসবমুখর। বড়দিন উদযাপনে সব ধরণের সহযোগিতা করায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।