উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে পেপ গার্দিওলার দল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
বুধবার (১৬ আগস্ট) রাতে এথেন্সে উয়েফা সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। প্রথমে লিড পায় সেভিয়া। ম্যাচের ২৫ মিনিটে মার্কোস আকুনার ক্রস থেকে ডি-বক্সে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান মরক্কোর ফরোয়ার্ড ইউসুফ এন-নাসিরি। এগিয়ে থাকে প্রথমার্ধ শেষ করে সেভিয়া।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩ মিনিটে সমতায় ফিরে ম্যানসিটি। রদ্রির ক্রস থেকে নিখুঁত এক হেডে গোল করেন সিটির তরুণ উইঙ্গার কোল পালমার। শেষ পর্যন্ত ১-১ সমতায় থেকে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
এরপর টাইব্রেকারে নিজেদের পাঁচ শটের সবগুলো থেকে গোল করে ম্যানসিটি। অন্যদিকে পাঁচ শটের চারটি জালে জড়ায় সেভিয়া। নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে লাগলে শিরোপার জয়ের উৎসবে মাতে পেপ গার্দিওলার শীর্ষ্যরা।
সিলেট ভয়েস/এএইচএম