উপহারের গাড়ি নিয়ে বিপাকে, তবুও খুশি হিরো আলম

১০ বছর আগেই কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপহার পাওয়া গাড়িটির। নেই ইঞ্জিন-বডির ফিটনেস। এখন গাড়ির কাগজপত্র আপডেট করতে প্রয়োজন চার লাখ ২৯ হাজার ৯৯২টাকা। তবুও উপহারের গাড়ি পেয়ে খুশি হিরো আলম।

হবিগঞ্জ বিআরটিএর মোটররযান পরিদর্শক হাফিজুল ইসলাম খান জানান, আজ বুধবার (৮ ফেব্রুয়ারি পর্যন্ত) গাড়িটির কাগজপত্র আপডেট করতে চার লাখ ২৯ হাজার ৯৯২ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রতি বছর আয়কর ৩০ হাজার টাকা। এছাড়া ফিটনেস, ট্যাক্স টোকেন, ডিজিটাল নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন, আয়কর, কন্ট্রিবিউশন অব অ্যাসিস্ট্যান্স ফান্ডের টাকা। সবশেষ রয়েছে জরিমানা। প্রতিমাসে এগুলো বাড়তে থাকবে।

২০১৩ সাল থেকে গাড়িটির কাগজপত্র আপডেট করা নেই বলেও জানান তিনি।

গাড়িটির উপহারদাতা শিক্ষক মাওলানা এম মুখলিছুর রহমান বলেন, আমার যেমন আছে তেমন গাড়িই দিয়েছি। আমারতো নতুন কোনো গাড়ি নেই। তবে এটির কাগজপত্র আপডেট করতে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা লাগতে পারে।

উপহার পাওয়া গাড়িটির বিষয়ে হিরো আলম জানান, গাড়িটির ফিটনেসের মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা বিআরটিএর বকেয়া পাওনার বিষয় আমার জানার দরকার নেই। একজন মানুষ ভালবেসে একটি গাড়ি গিফট করেছে সেটা পুরাতন না নতুন যাচাই বাচাইয়ের কোন প্রয়োজন নেই। তবে আমরা পরে শুনেছি গাড়িটির ১০ বছর আগেই কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে।

গাড়িটির কাগজপত্র আপডেট করবেন কি-না; এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। দেখি কি করা যায় এখনো কোন সিদ্ধান্ত নেইনি।

সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক মাওলানা এম মুখলিছুর রহমান নিজের ব্যবহৃত একটি গাড়ি হিরো আলমকে উপহার দেওয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কয়েকশ মানুষের উপস্থিতিতে গাড়িটির চাবি ও কাগজপত্র হিরো আলমের কাছে হস্তান্তর করেন এম মুখলিছুর রহমান। এসময় হিরো আলম গাড়িটি অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দেন।