দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেট বিভাগের ১২টি উপজেলা রয়েছে। এসব উপজেলায় আগামী ২১ মে ভোট গ্রহণ করা হবে।
এ ধাপে সিলেট বিভাগের উপজেলার মধ্যে রয়েছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে।
এছাড়া মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর ও রাজনগর এবং হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায়ও একই দিনে ভোট গ্রহণ হবে।
আজ সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত করা এ তফসিল বৈঠক শেষে ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।
এছাড়া মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ২১ মে।
দেশের ৪৮১টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চার ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৮ মে।