সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার সবকিছুর দায় জনগণের উপর চাপিয়ে দিতে চায়। জনগণ ভোটে যায়নি, সেই দায়ও জনগণের উপর দিচ্ছে, তারা বলছে ধানকাটার মৌসুম থাকায় মানুষ ভোটে যাচ্ছে না। বাস্তবতা হচ্ছে এই সরকার ও তাদের নির্বাচন কমিশনের উপর জনগণের কোন আস্থা নেই, যা বিগত সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে, সেজন্য উপজেলা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করছে।
বুধবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় উপজেলা নির্বাচন বর্জন করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফরহাদ খন্দকার, বাদশা মিয়া, ফখরুল ইসলাম, আবুল কাশেম, মংলা মিয়া, আব্দুস সালাম, সেবুল মিয়া, রমজান মিয়া, সাজ্জাদ হোসেন দুদু, গিয়াস উদ্দিন, আবু হেলাল, সাদ্দাম হোসেন, মামুন আহমদ, আরমান আলী, জাহাঙ্গীর হোসেন, ইব্রাহিম আলী, জাফর আহমদ, আরমান আলী, অমিত হোসেন, আবুল বাসার, ইকবাল হোসেন, আশরাফ আলী, আল আমিন সারোয়ার, সজিব আহমদ।