বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবার সর্বোচ্চ ১৬ জন প্রার্থী হয়েছেন। মাত্র কয়েকদিন পর নির্বাচন হলেও ৩-৪ জন ছাড়া কাউকে প্রচারণায় দেখা যাচ্ছে না। তাদের অনেকেই অচেনা হওয়ায় ভোটাররা ওই পদে কাকে ভোট দেবেন তা নিয়ে বিপাকে পড়েছেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় নির্বাচন হবে। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী হয়েছেন। গত ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বগুড়া পৌরসভার ২০ ওয়ার্ড ও ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া সদর উপজেলায় মোট ভোটার চার লাখ ৩৪ হাজার ২২৯ জন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক (ঘোড়া), জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি (মোটরসাইকেল) ও জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম শরিফুল আলম শিপুল (টিয়াপাখি), বর্তমান ভাইস চেয়ারম্যান জাপা নেতা ইকবাল হোসেন (লাঙ্গল), ইফতারুল ইসলাম মামুন (আইসক্রিম), এমআর বিপ্লব (তালা), ওবাইদুল্লাহ (মাইক), সোহাগ হোসেন (চশমা), কামরুল বাশার খান (বৈদ্যুতিক বাল্ব), জাকিরুল ইসলাম (গ্যাস সিলিন্ডার), মশিউর রহমান (পালকি), রাজিদুর রহমান (বই), রুকানুজ্জামান (টাইপ রাইটার), শফিউল্লাহ সরকার (ক্রিকেট ব্যাট), সুরুজ শেখ (ঘুড়ি), হাবিব হাসান (উড়োজাহাজ), রায়হান শেখ (পানপাতা) ও দিপংকর কুমার দাস (টিউবওয়েল)।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা মহিলা লীগের নির্বাহী সদস্য ডালিয়া খাতুন রিক্তা (কলস) ও মহিলা লীগ নেত্রী তহমিনা আকতার (ফুটবল) প্রার্থী হয়েছেন।
সদর উপজেলায় বিভিন্ন এলাকা ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন চেয়ারম্যান প্রার্থী প্রচুর ব্যানার ও পোস্টার টানিয়েছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পোস্টার এবং ব্যানারের সংখ্যা খুব কম। তাদের মাইকিং প্রচারণাও তেমন নেই।
শহরের সেউজগাড়ী, নামাজগড়, বৃন্দাবনপাড়া, উপশহর ও ওলিরবাজার এলাকায় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, এবারের নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর প্রচারণাই বেশি। তবে তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের ও পরিচিত হওয়ায় ভোট দেওয়া খুব কঠিন। ভাইস চেয়ারম্যান ১৬ জনের মধ্যে ৩/৪ জন পরিচিত। অন্যরা অচেনা বলা যায়। তাদের প্রচার-প্রচারণা তেমন চোখে পড়ছে না।
তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে কলস প্রতীকের ডালিয়া খাতুন রিক্তা প্রচার-প্রচারণায় অনেক এগিয়েছে। বগুড়া পৌরসভার সাবেক এ নারী কাউন্সিলর ও দ্বিতীয়বারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এলাকায় ব্যাপক পরিচিত। তাদের বিশ্বাস রিক্তা দলমত নির্বিশেষ ভোট পেয়ে
নির্বাচিত হবেন।
বগুড়া শহরের ঝাউতলা এলাকার অঙ্কন শিল্পী সজল সরকার (৫৭) জানান, তিনি দীর্ঘ জীবনে একবারও ভোট দেননি। তবে এবার সদরের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডালিয়া খাতুন রিক্তার জন্য কেন্দ্রে যাবেন।
এরুলিয়া ইউনিয়নের ভোটার সিরাজুল ইসলাম জানান, এবার ভোট দিতে গিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী পছন্দ করা কঠিন হয়ে পড়বে। কারণ ১৬ প্রার্থীর অধিকাংশই অচেনা। তাদের প্রচার-প্রচারণাও কম।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতি চলছে।