উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হবে : শফিকুর রহমান

সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল আজির মিয়ার বড় ভাই প্রবাসী মো. আব্দুল আলীর উদ্যোগে দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ মতবিনিময়ে হাজী মদরিছ আলী একাডেমীর প্রতিষ্ঠাতা মো. আব্দুর রশীদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসী আজির আমাদের ছোট ভাই। সে অনেক কর্মঠ ছেলে। এই এলাকা ছিল অবহেলিত। বিভিন্ন সমস্যায় ভুগছিল। আমি এমপি থাকাকালীন সময়ে যতটুকু সম্ভব বিশ্বনাথ-ওসমানী নগরের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসার কাজ করেছি। উন্নয়ন করা যতটুকু সম্ভব হয়েছে করেছি। কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবিরবাজি করিনি। রাস্তাঘাট নির্মাণ ও টিউবওয়েল দেয়ার জন্য টাকা-পয়সা নেইনি। এমপি আল্লাহর হুকুমে হয়েছিলাম আর জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন।

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ২০০৯ সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলেছিল পরাজিত করবো। জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবং তাকে ওই নির্বাচনে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম। তা সম্ভব হয়েছিল শুধু আপনাদের জন্য। দৌলতপুরের মানুষ আমার দুর্দিনের সাথী। এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় সবাই ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিক সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, লামাকাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ও দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সেবুল।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. কামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি ছুরাব আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সইদুল হেসেন, আওয়ামী লীগ নেতা অপু চৌধুরী, যুবলীগ নেতা জাবেদ আলী, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন, শিপন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।