উত্তাল সিলেট : পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সিলেটে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। রোববার (৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধেঁ। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা য়ায়, রোববার সকাল থেকেই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় আসতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর ১২ টার দিকে তারা জমায়েত হওয়া শুরু করে, এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধেঁ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে পুলিশ তাদের দিকে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষ চলাকালে শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, সিলেটের টিলাগড়সহ বেশ কয়েকটি এলাকায় ,ছাত্রলীগ যুবলীগসহ আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশীর অস্ত্রহাতে মহড়া দিতে দেখা যাচ্ছে। আন্দোলনকারীদের সাথে সরকার দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা রয়েছে । নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অবস্থায় নগরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে ।

এর আগে, বেলা ১১: ৫০ এর দিকে শাবিপ্রবি সমন্বয়ক আসাদ উল্লাহ আল গালিব এক ফেসবুক পোস্টে লিখেন, ‘বর্তমানে সব আমাদের দখলে আপনারা কেউ ভয় পাবেন না। চলে আসুন সিলেটের কোর্ট পয়েন্টে।’