কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই ‘সন্ত্রাসী’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন এবং পরে হাসপাতালে নেয়ার পথে দুই রোহিঙ্গার মৃত্যু হয়।
শুক্রবার (০৭ জুলাই) ভোর ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮/ওয়েস্টে ওই ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন, এ/২১-এর মোহাম্মদ হামিম, ক্যাম্প ১৩-এর বি/১৭ ব্লকের নুরুল আমিন, ক্যাম্প ১০-এর এইচ-৪২ ব্লকের মোহাম্মদ নজিমুল্লাহ। অপরজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোরে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। বর্তমানে ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, জড়িতদের আটকে এপিবিএন ও থানা-পুলিশ অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।