ঈদুল আযহাকে সামনে রেখে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
রবিবার (১৮ জুন) থেকে বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখায় নতুন নোট বিনিময় শুরু হয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত নোট বিনিময় করতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে এ টাকা নিতে পারবেন গ্রাহক।
যেসব ব্যাংক ও শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে
জনতা ব্যাংক লিমিটেড পোস্তগোলা শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, জনতা ব্যাংকের টিএসসি কর্পোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা প্রধান শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এনসিসি ব্যাংকের দিলকুশা শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখা, উত্তরা ব্যাংকের বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংকের মগবাজার শাখা।
সিলেট ভয়েস/এএইচএম