ঈদ-রমজানে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্বারোপ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে ও যাত্রী হয়রানি বন্ধে নজরদারি অব্যাহত রাখার বিষয়ে বিআরটিএ, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশকে বিশেষ নজরদারি রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিনি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টসহ নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখার বিষয়েও সংশ্লিষ্টদের বিশেষ পরামর্শ দেন।

রোববার (০৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এপ্রিল মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি আইনশৃঙ্খলাসহ নানা বিষয় পর্যালোচনা করছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এসময় তিনি পর্যটন স্পটগুলোর বিশেষ করে ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দিতে পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ট্যুরিস্ট পুলিশকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারগণকে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্যও অনুরোধ করেন তিনি।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেনের পরিচালনায় সভায় পুলিশ সুপার, সিলেট; বিজিবি ১৯ ও ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক, উপপুলিশ কমিশনার (উত্তর), এসএমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সিলেট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

জেলার অপরাধ পর্যালোচনা করে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত মার্চ ২০২৩ মাসে সিলেট জেলায় ১৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের চুরির মামলা হয়েছে ১৭টি, খুন ৩টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি এবং অন্যান্য অপরাধে ১০৬টি মামলা হয়েছে।

এছাড়া সিলেট মহানগরীর অপরাধ পর্যালোচনায় উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সিলেট মহানগরীতে মার্চ ২০২৩ মাসে ১৮১টি মামলা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরণের চুরির মামলা হয়েছে ২৬টি, খুন ২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি এবং অন্যান্য অপরাধে ৬২টি মামলা হয়েছে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, গতমাসে ১২৬টি অভিযান পরিচালনা করে আনুমানিক ২কোটি ৮৩ লক্ষ ৫৭৫০০ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, গতমাসে ৯৩০টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২,০৬,৩০০ টাকার অবৈধ পণ্য আটক করা হয়।

সভা শেষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক সিলেট উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।