আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে পরিবারের সাথে ঘরে ঈদ উদযাপনের পাশাপাশি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে আড্ডা আর খাওয়া দাওয়ার রয়েছে অন্যরকম আনন্দ।
আর ঈদের দিনে নগরীর বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ থাকলেও কিছু রেস্টুরেন্ট তার পসরা সাজিয়ে রাখতে এমনই আড্ডাপ্রিয় ভোজনরসিকদের জন্য।
সিলেট ফুডিসে বিভিন্ন রেস্টুরেন্ট সংশ্লিষ্টদের দেয়া তথ্যমতে নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই কোন না কোন রেস্টুরেন্ট খোলা থাকছে।
ঈদের দিন নয়াসড়ক এলাকার কফি এক্সপ্রেস, কুমারপাড়ায় কারি রয়াল ও পিজ্জা এক্সপ্রেস, বারুতখানায় ক্যাফে আরকো খোলা থাকছে।
খোলা থাকছে মিরবক্সটুলা এলাকার সস এজ, চৌহাট্টার ক্রিসেন্ট ক্যফে, কাজিরবাজার ব্রিজের পাশে ক্যাফে ২০০০, শাহপরান এলাকায় ইনাইয়াহ’স ক্যাফে এন্ড রেস্টুরেন্ট।
এছাড়াও আখালিয়া এলাকার গার্ডেন প্যালেস, দরগাগেইট এলাকার স্কাই ডাইন, হোটেল নুরজাহানের আনতালিয়া রেস্টুরেন্ট এবং মিরাবাজারের হোটেল সুপ্রীমের এক্সোটিকা খোলা থাকবে ঈদের দিন।
তবে বেশিরভাগ রেস্টুরেন্টই সকালে বন্ধ থেকে দুপুর ২টা কিংবা বিকেল ৪টার দিকে খুলছে। সেক্ষেত্রে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়ার আগেই তাদের সাথে যোগাযোগ করে নিলে থাকবে না ভোগান্তির অবকাশ।