ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদ গুজবের স্থান নেই : এমপি মজিদ খান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান আলোচক ছিলেন ইফা’ হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান ও সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান। সভা সঞ্চালনা করেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. সোলায়মান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, পবিত্র ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এ ধর্মে কোন প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব ও উগ্রবাদির স্থান নেই। কাজেই সম্মানীত ইমাম সাহেবরা জুময়ার খুৎবায় ইসলাম প্রচারের সাথে সাথে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় পবিত্র কোরআন হাদীসের আলোকে ভূমিকা রাখতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, ইফার ফিল্ড অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল, মাস্টার ট্রেইনার মাওলানা মামুনুর রশিদ, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইফা’র উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সাধারণ কেয়ারটেকার মাওলানা বাহা উদ্দিনও আব্দুল মালিক প্রমুখ।

সম্মেলনে উপজেলার প্রায় দেড় শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।