ইসরায়েলে বাবা-মা ও তিন সন্তানসহ ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

সরায়েলে দুটি পৃথক বন্দুক হামলায় একই পরিবারের বাবা-মা ও তাদের তিন সন্তানসহ ৬ ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার বাসমাত তাবুন শহরে গুলি করে হত্যা করা হয় একই পরিবারের পাঁচ ফিলিস্তিনি সদস্যকে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ৫ জনের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নিহতরা সম্পর্কে বাবা-মা ও তাদের তিন সন্তান বলে নিশ্চিত করেছে পর্যবেক্ষক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভস। এর আগে হাইফা শহরে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হয়ে নিহত হন আরেক ব্যক্তি।

একই দিনে সংঘটিত দুটি হত্যাকাণ্ড সম্পর্কিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

আল জাজিরা আরো জানায়, ইসরায়েলের ৯৭ লাখ জনসংখ্যার মধ্যে ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা প্রায় ২০ শতাংশ। তারা দীর্ঘদিন ধরে ইহুদি এই ভূখণ্ডে দারিদ্র্য, বৈষম্য ও সরকারের অবহেলার শিকার।

সিলেট ভয়েস/এএইচএম