ইরানি পরিচালক ও প্রযোজক মুর্তজা অতাশ জমজম ‘দিন: দ্য ডে’ এর অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তার প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠিয়েছেন অনন্ত জলিল।
শনিবার অনন্ত জলিল বিষয়টি নিশ্চিত করে এক বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, ‘এই মিথ্যাচারের জন্য ইরানি পরিচালক মুর্তজাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতেই হবে এবং তার সঙ্গে জড়িত বাংলাদেশি দুষ্কৃতিকারীদেরও কিছুতেই ক্ষমা করা হবে না। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত আমাদের সিনেমা ‘দিন : দ্য ডে’ দিয়ে সিনেমাহলে দর্শক ফিরেছে। কিন্তু আমাকে নিয়ে ষড়যন্ত্র থামছে না।’
তিনি আরও বলেন, ‘যেসব দুস্কৃতিকারী, দেশবিরোধী চক্রের উস্কানি ও সহযোহিতায়, চক্রান্তে কিছু দিন আগে ‘দিন : দ্য ডে’ সিনেমার ইরানী পরিচালক মুর্তজা আতাশ জমজম সিনেমার নির্মাণসংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেছে, যা মিথ্যা, বানোয়াট। এসব তথ্যের বিপরীতে আমি আসল সত্য তুলে ধরে বিস্তারিত তথ্য জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে। আমার সম্মানহানি করা, আমাদের প্রিয় বাংলাদেশকে ছোট করার কারণে আমার আইনজীবীর মাধ্যমে মুর্তজা অতাশ জমজমকে গত ৪ সেপ্টেম্বর উকিল নোটিশ পাঠাই। তিনি এ পর্যন্ত সেটার কোনো উত্তর দেননি।’
‘তিনি দেশবিরোধী দুষ্কৃতিকারীর সঙ্গে হাত মিলিয়ে আমার সম্মানহানি করার জন্য ভুয়া তথ্য দিয়ে সংবাদ করাচ্ছেন। শিগগিরই তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করব। যারা তার সাথে আছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব। আমি দেশি ও আন্তর্জাতিক আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল,’ বলেন তিনি।