ইমামগণ হচ্ছেন পরিচ্ছন্ন সমাজসেবক : এমপি মোকাব্বির

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সম্পদের অপচয় রোধে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার ও নির্বাচনের আয়োজন করা হয়।

জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) এর সংসদ সদস্য মোকাব্বির খান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, ইমামগণ হচ্ছেন নিবেদিত ও পরিচ্ছন্ন সমাজ সেবক। তারা ধর্মের কথা বলেন, শান্তির বাণী প্রচার করেন। সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে বড় ভূমিকা পালন করেন এবং ইসলামের বুনিয়াদি শিক্ষার্জনে তারা অক্লান্ত পরিশ্রম করেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা এহসান উদ্দিন, সিলেট জেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া।

বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মতিন গজনভী, কাজী আবুল কালাম আজাদ, কাজী সিরাজুল হক, মাওলানা হাবিবুর রহমান, কাজী খলিলুর রহমান ও মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।

সভায় শেষে জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার নির্বাচনে মাওলানা আবুল বাশারকে সভাপতি ও মাওলানা হাবিবুর রহমান সিদ্দীকিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সমিতির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহসভাপতি-মাওলানা মুু’তাসিম বিল্লাহ জালালি, সহসভাপতি মাওলানা আব্দুল মতিন গজনবী, সহসভাপতি মাওলানা জিয়া উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ ফয়ছল, অর্থ সম্পাদক মাওলানা আখলাকুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ শাহজাহান, সহ প্রচার সম্পাদক-হাফিজ বাবরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শহিদুর রহমান, সহ সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ দপ্তর সম্পাদক আফজল হুসেইন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মিজানুর রহমান।