নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, সকল ইভিএম ত্রুটি ও প্রভাবমুক্ত। তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন সকলের শান্তিপূর্ণ সহাবস্থান, যা সকলের কাছে কাম্য।
তিনি বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন সকল ব্যবস্থা নিয়েছে। সকল ভোট গ্রহণকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
রোববার (২৯ মে) সিলেটের বিয়ানীবাজারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ সভার আয়োজন করে।
বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী, ইভিএম এর ব্যবহার ও কার্যপ্রণালী, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, নির্বাচন কমিশনের উপ-সচিব মো. কামরুল হুদা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের উপস্থিত ছিলেন।