কার্যক্রম উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশাল একশন ইপসা’র উদ্যোগে সিলেটে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় কার্যক্রম উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশাল একশন ইপসা’র উদ্যোগে সিলেট নগরীর কালিঘাট দক্ষিণ সুরমা, বার্থখলা, শিববাড়ী ও মোমিনখলা ডিআইসিতে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, আলু, মুড়ি, আটা, পেঁয়াজ, চিড়া ও চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইপসা’র মো. আব্দুল আহাদ, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ রহমান ইনু, অর্চনা দাশ, প্রশান্ত চন্দ, মহরম ব্যাপারী, নজরুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ইপসা’র কর্মকর্তাগণ জানান, আমরা সবসময় গরিব, অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করে থাকি। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। যতদিন বন্যা থাকবে ততদিন এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।