ইতালির মিলানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬

ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ৬৮ জন আহত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) ইতালির জরুরি পরিষেবা বিভাগ আগের রাতের ওই অগ্নিকাণ্ড এবং হতাহতের খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কেন আগুন লেগেছে তার তদন্ত শুরু হয়েছে, বলেছেন ইতালির জাতীয় দমকল পরিষেবার মুখপাত্র লুকা সারি। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি তিনজনের অবস্থা গুরুতর। ১৫ জনের অবস্থা জটিল, তবে তাদের প্রাণ যাওয়ার ঝুঁকি নেই।

মিলানের মেয়র জিউসেপ্পে সালা ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বলেছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও ধোঁয়া বৃদ্ধাশ্রমের অনেক বাসিন্দাকে অসুস্থ করে দিয়েছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে দক্ষিণপূর্বের কোরভেটো এলাকার ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

সিলেট ভয়েস/এএইচএম