ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে হকৃবির শুভেচ্ছা

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

আগামী চার বছরের জন্য ইউজিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

রবিবার (২৮ মে) সকালে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করেন। পরে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত। এসময় কমিশনের সদস্য, সচিব এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেন, অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন।