ইউক্রেনকে যখন রাশিয়া আক্রমণ করে তখন ওইদেশে অবস্থানরত বাংলাদেশিরা পোল্যান্ডসহ অন্যান্য দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। ওই সময়ে পাসপোর্টসহ বা পাসপোর্টবিহীন সব বাংলাদেশিকে ঢোকার অনুমতি দিয়েছিল ওই দেশ বলে জানিয়েছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন এবং বঙ্গবন্ধু উৎকর্ষ কূটনীতিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত এবছর ওই পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন।
পদক দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সুলতানা লায়লা বলেন, এটি সহজ কাজ ছিলো না। ওই সময়ে আমাদের প্রায় ২৪ ঘণ্টা কাজ করতে হয়েছে।
শুধু তাই না প্রবাসী বাঙ্গালি এবং অন্যান্য দূতাবাস থেকে কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগ দেয় এবং সে কারণে এটি করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে বলে তিনি জানান।