ইংল্যান্ডকে হটিয়ে দশ বছর পর ফাইনালে ভারত

রোহিত শর্মার ব্যাটিং এবং স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। গতরাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে রোহিত-কোহলিরা।

দশ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত। আগামীকাল ব্রিজটাউনে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত।

এবারের বিশ্বকাপে দুই অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে এই দুই দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত কোন অপরাজিত দল শিরোপা জিতবে।