এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ইংলিশ ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস)।
শনিবার (১১ জুন) রাতে এসইউডিএস’র সাধারণ সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়াম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটি অডিটরিয়ামে শনিবার রাত ৮টায় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতি অনুযায়ী এ বিতর্ক প্রতিযোগিতায় চারটি টিম ফাইনালিস্ট হয়।
সারাদেশ থেকে ৩২টি দল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফাইনালিস্ট দল হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে ব্রাক ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস রানার আপ হয়।
বিতর্ক প্রতিযোগিতায় এসইউডিএস’র পক্ষে বিতর্ক করেন বিতার্কিক সুমিত কর্মকার ও আব্দুল্লাহ আল সামিন।